×

ধর্ম

ইজতেমা ময়দানে আছড়ে পড়লো ড্রোন, হুড়োহুড়িতে আহত ৪১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

ইজতেমা ময়দানে আছড়ে পড়লো ড্রোন, হুড়োহুড়িতে আহত ৪১

ছবি: সংগৃহীত

   

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে একটি ড্রোন বিকট শব্দে ময়দানে আছড়ে পড়েছে। এতে আতঙ্কে হুড়োহুড়িতে অন্তত ৪১ জন আহত হয়েছেন। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ইজতেমা ময়দানে মোনাজাতের চিত্র ধারণে এক সাংবাদিকের ব্যবহৃত ড্রোন আছড়ে পড়ে। তাতে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে অনেকে আহত হন।

সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে টিনের ছাউনিতে ড্রোনটি আছড়ে পড়ে। এতে বিকট শব্দ হয়। মূলত ওই শব্দের কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেখানে অবস্থানরত মো. হাসান বলেন, সেসময় মাওলানা মোহাম্মদ জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করছিলেন। মোনাজাতের শেষ দিকে কয়েক মিনিট আগে ওপর থেকে কিছু একটা পড়ে। এতে বিকট শব্দ হয়। কিছু বুঝতে না পারায় সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন। পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, একটা ড্রোন পড়েছে।

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ । কিন্তু এর আগেই কেউ ড্রোনটি নিয়ে যায়। সেটা কীভাবে সেখানে পড়েছে, কারা নিয়ে গেল জানার চেষ্টা করছি। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিল। সম্ভবত সেটির চার্জ শেষ হয়ে যায়। ফলে ইজতেমা ময়দানের একটি কামরার টিনের ছাউনিতে আছড়ে পড়ে। তাতে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এতে হুড়োহুড়িতে মুসল্লিরা আহত হন।

তারা হলেন– আবুল কালাম (৫৫), আলামিন (৩২), আজাদ (৩০), ওবায়দুল্লাহ (৩২), রাতুল (১৮), আব্দুল করিম (২৮) সাইফুল ইসলাম (৩৮), জাফর উদ্দিন (৩১) জয়নাল (২৪), মকবুল হোসেন (৬৪) সোহাগ (৬০), মোশারফ (৩০), কোরবান আলী (২৫), সাইফুল ইসলাম (৩৫), সালামত (১৮), মুস্তাকিন (৩৩), কবির হোসেন (৩০), মুবিন (১৮), আয়নাল হক (২২), মামুন হোসেন (২১), মো. বাসেদ (১৩), খোকন (৪৩) ও জুয়েল (২৫)।

এছাড়া কবির হোসেন (৪৬), নাজিম উদ্দিন (৪১), জবরুল (৩১), জয়নাল (৫৪), কাওছারুল আলম (২৮), রায়হান (২৭), জহরুল (২৮), আলি নেওয়াজ (৩৮), আফতাব উদ্দিন (৪৭) মো. আমান (২৮), আনোয়ার (৪৫), সোহেল (৩৫), ফজল হক (৪৫) ও মুজাফফর আলীর (৪৪) নাম আহতের তালিকায় আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App