কাকে মাস্টারমাইান্ড বললেন আজহারী?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
দেশের চলমান মাস্টারমাইন্ড বিতর্কের মধ্যে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী প্রকৃত মাস্টারমাইন্ডের পরিচয় তুলে ধরেছেন। রবিবার (১ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেন, আসল মাস্টারমাইন্ড হলেন মহান আল্লাহ তাআলা।
তিনি এই দাবির স্বপক্ষে পবিত্র কোরআনের সুরা আল-ইমরানের ৫৪ নম্বর আয়াত উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, ‘তারা ষড়যন্ত্র করলো। আর আল্লাহ নিগূঢ় কৌশল অবলম্বন করলেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কুশলী।’
আজহারী বলেন, বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে ক্রেডিট নেয়ার লোকের অভাব হয় না। সফল কিছু ঘটলে মাস্টারমাইন্ড পরিচয়ে নানাজনের নাম সামনে আসে, যারা পেছনে থেকে কাজ করেছেন বলে দাবি করা হয়। তবে ইসলাম এই ধরনের কথা ও কনসেপ্ট সমর্থন করে না। কারণ কোরআনের ঘোষণা অনুযায়ী, আল্লাহ তাআলার ইচ্ছার বাইরে কোনো কিছুই ঘটে না। তিনিই সবকিছুর নিয়ন্ত্রক।
তিনি বলেন, যুগ যুগ ধরে অনিয়ম প্রতিষ্ঠিত থাকলেও সেসময় মাস্টারমাইন্ডরা কোথায় ছিলেন, সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আল্লাহ তাআলা যদি পরীক্ষা করার জন্য বা শাস্তি হিসেবে কোনো জাতির ওপর বোঝা চাপিয়ে দেন, তার ইচ্ছা ছাড়া সে বোঝা সরানো সম্ভব নয়।
আরো পড়ুন: সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব জমা দেয়ার নির্দেশ
আজহারী আরো বলেন, আল্লাহ তাআলা চাইলে ভবিষ্যতে আরো পরিবর্তন আনতে পারেন, আর তখন কোনো মাস্টারমাইন্ড বিরোধিতা করলেও আল্লাহর ইচ্ছাকে ঠেকাতে পারবে না। তিনি আল্লাহর ইচ্ছাকে সর্বোচ্চ কুশলী হিসেবে মেনে নিয়ে সবাইকে বোঝার তাওফিক দানের জন্য প্রার্থনা করেন।