‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পিএম

ছবি: সংগৃহীত
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সায়েম ও তার পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে ঘুম থেকে উঠেই তাদের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান তারা।
সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেন সদর থানার এস আই মিজানুর রহমান। তিনি বলেন, আমরা খবর পেয়ে আহসান হাবিবের বাড়িতে আসি এবং ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ লেখাটি দেখতে পাই।
সায়েম বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছোট। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সায়েম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় সায়েম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
আরো পড়ুন: ‘দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আরেকটি জামায়াত’
তিনি বলেন, সোমবার (২৩ ডিসেম্বর) রাতের কোনো এক সময় ঘরের দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ এমন লেখাটি দেখতে পেয়ে আমার ভাবি আমাকে জানান। বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটাচ্ছি। পরিবারের পরামর্শ নিয়ে জিডি করার প্রস্তুতি নিচ্ছি।
আহসান হাবিব আরো বলেন, বর্তমান ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা পাঁয়তারা চালাচ্ছে। আমি নিজেও একজন ছাত্র। আজ আমাকে হুমকি দিয়েছে, কাল আমার অন্য ভাইকেও হুমকি দিতে পারে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, জেলা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।