×

রাজশাহী

মাসুদ রানার প্রেমের টানে বাংলাদেশে শাবনুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

মাসুদ রানার প্রেমের টানে বাংলাদেশে শাবনুর

গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেন মাসুদকে। ছবি : সংগৃহীত

   

৮ বছর আগে রাজমিস্ত্রির কাজ করতে অনুপ্রবেশ করে ভারতে যান চাঁপাইনবাবগঞ্জের মাসুদ রানা। দেশটিতে গিয়ে যে বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠেন সেই বাড়ির এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। গৃহবধূর নাম শাবনুর (১৭)। গত ১৪ অক্টোবর ওই কিশোরী মাসুদের সঙ্গে বাংলাদেশে চলে আসে। এরপর তারা বিয়ে করে সংসার শুরু করেছেন।

সোমবার (১১ নভেম্বর) ভারতীয় ওই কিশোরীর সঙ্গে মাসুদের বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নাসিম।

মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। ওই কিশোরী ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়ায় ইসমাইল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের দক্ষিণ দিনাজপুরে ওই কিশোরীর শ্বশুরবাড়িতেই ভাড়াটে হিসেবে থাকতেন মাসুদ। এতে দুজনের কথাবার্তা হতো। সেই সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গৃহবধূর স্বামী বিষয়টি জানতে পেরে বাড়ি থেকে বের করে দেন মাসুদকে। পরে বিএসএফ-বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিশোরীকে বাংলাদেশে নিয়ে আসেন মাসুদ। বাংলাদেশে এসে কিশোরীর নাম পরিবর্তন করে তারা বিয়ে করে।

এদিকে স্ত্রীকে ফিরে পেতে ১৪ অক্টোবর ভারতের সংশ্লিষ্ট থানায় জিডি করেন ইসমাইল হক। জিডির তথ্যমতে তার অভিযোগ, প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্ত্রীকে বাংলাদেশে নিয়ে এসেছেন মাসুদ। আটকে রেখে নির্যাতন করেছেন তার স্ত্রীকে। এমনকি ভারতে যেতে চাইলেও কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হয় না। এ অবস্থায় স্ত্রীকে ফিরে পেতে আবেদন জানান ইসমাইল।

এ বিষয়ে স্থানীয় ব্যক্তিরা জানান, ভারতের দিনাজপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে প্রায় ৪০ দিন আগে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়ায় মাসুদ ওই কিশোরী গৃহবধূকে নিয়ে যায় আসেন বাড়িতে। পরে তারা বিয়ে করেন। মাসুদ আট বছর আগে ভারতে অনুপ্রবেশ করেন। দীর্ঘদিন সেখানে রাজমিস্ত্রির কাজ করেন। ভারতে অবাধে চলাফেরার জন্য অবৈধভাবে বানিয়েছিলেন ‘আধার কার্ড’।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন : প্রেমের টানে ঈশ্বরদীতে মার্কিন তরুণী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App