×

রাজশাহী

পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

পাবনায় অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

   

পাবনার চাটমোহর উপজেলা এলাকা হতে অপহৃত মাদ্রাসা ছাত্র মো. রমজান আলীকে (১৩) উদ্ধার এবং অপহরণকারী মেহেদী হাসান সাগরকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (৩ নভেম্বর) সকালে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত বুধবার (৩০ অক্টোবর) সকালে পাবনা জেলার চাটমোহর থানাধীন চড়াইকোল দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র মো. রমজান আলী (১৩) আটঘরিয়া থানাধীন তার নানা বাড়ি যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়। ওইদিন সন্ধ্যায় ভিকটিমের পরিবার জানতে পারে রমজান আলী তার নানা বাড়ি যায়নি। পরবর্তীতে রাত আনুমানিক ৭ টায় অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের মাকে জানায় নিখোঁজ রমজান আলী তাদের কাছে আছে এবং তাকে ফিরে পেতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে। টাকা দিতে ব্যর্থ হলে তার সন্তানকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

আরো পড়ুন: আরিচা-কাজিরহাট নৌ-রুটে পুনরায় ফেরি চলাচল শুরু

এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের মা মোছা. ময়না খাতুন বাদী হয়ে পরের দিন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চাটমোহর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহৃত শিশু রমজান আলীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে সিপিসি-২ পাবনা, র‌্যাব-১২।

এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিসি-২ পাবনা ও সিপিএসসি বগুড়ার একটি যৌথ অভিযানিক দল শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে পাবনা জেলার ভাঙ্গুরা থানাধীন বড়াল ব্রিজ এলাকা হতে অপহৃত ভিকটিম মো. রমজান আলীকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার ও আসামি ধরতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ শিকার করেছে অপহরণকারীরা। অপহরণকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি এর সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, অপহরণকারী মেহেদী হাসান সাগর নওগাঁ জেলার দুবলহাটি গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App