মোজাম্বিকে বাংলাদেশিদের জন্য দূতাবাস খোলাসহ চার দাবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

ছবি: ভোরের কাগজ
দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের কারণে বাংলাদেশিদের ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে। তাই ক্ষতিপূরণ ও নিরাপত্তার স্বার্থে মোজাম্বিকে বাংলাদেশিদের জন্য জরুরিভাবে দূতাবাস খোলাসহ চার দফা দাবি জানিয়েছে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, আমরা প্রায় ১০ হাজারের মতো বাংলাদেশি পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রায় ৩৩ বছর ধরে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করে আসছি। তিলে তিলে গড়ে তোলা আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখে মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের সংঘর্ষের কারণে ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বর্তমানে আমাদের বাংলাদেশিদের ঘরবাড়িও নিরাপদ নয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের কাছে চারটি দাবি জানানো হয়। ১. জরুরিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বর্তমানে যেসব সম্পদ আছে, তার নিরাপত্তার ব্যবস্থা করা। ২. মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটি দূতাবাসের খোলা। ৩. লুটপাটের কারণে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, তাদের বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বিক সরকার থেকে নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা। ৪. যেসব বাংলাদেশির স্থায়ীভাবে নিজস্ব ঘরবাড়ি, দোকানপাট, গোডাউন আছে, তাদের নিরাপত্তার জন্য মোজাম্বিক সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করা।
সংবাদ সম্মেলনে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সহসভাপতি মাওলানা সামছুল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।