‘আল্লাহ-রাসুলের নির্দেশ মতো চলতে পারলে দুনিয়া-আখিরাতে শান্তি’

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

সারজার বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর এর ব্যক্তিগত উদ্যোগে আল জুবায়ের পাম্প হাউসে ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আল্লাহ ও রাসুলের (সা.) নির্দেশ মতো চলতে পারলে দুনিয়া ও আখিরাতে শান্তি। তাই ব্যক্তি জীবনে রাসূল (সাঃ) এর আদর্শ অনুসরণ করতে হবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সারজার বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর এর ব্যক্তিগত উদ্যোগে আল জুবায়ের পাম্প হাউসে ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন।
আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে মোঃ সিরাজউদ্দৌলাহ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী সিআইপি, মো: আইয়ুব আলী বাবুল সিআইপি, মো ইসমাইল গনি চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ, আবু মোহাম্মদ খোরশেদ, জাগির হোসেন ছোট্ট, এম এ তাহের ভূঁইয়া, প্রকৌশলী রাসেল আহমেদ, মোহাম্মদ বাচ্চু, সাহাবুদ্দিন আলম, আরিফুল ইসলাম চৌধুরী আজম, শেখ হুমায়ুন কবিব, মনিরুজ্জামান, মো রাশেদ, সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, প্রকৌশলী মামুন রেজা, মোহাম্মদ শহীদ, মোবারক হোসেন, লুৎফুর রাসেল, সৈয়দ আরিফ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মহিলা সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মিসেস ভাইজুন্নাহার চৌধুরী, জুলি জাফর, ইয়াসমিন শামসুদ্দিন মেরুনা, রোমানা জাহাঙ্গীর, সিআইপি জেসমিন মাহাবুব, নিশাত জাহান চৌধুরী, জেরিন তামান্না, তানিয়া শাহজাদি নোভা, নাসরিন আক্তার, আয়েশা মোবারক, শাহেদা আফরিন সেজুতি, সালমা সাইফুদ্দিন সহ অনেকে।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও তিনি ব্যক্তি উদ্যোগে ৬ শতাধিক লোকের এই অনুষ্ঠানের আয়োজন করেন। ভবিষ্যতে এরকম সুন্দর আয়োজন করে যাবেন বলে জানান তিনি।