×

প্রবাস

অক্টোবরে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ বুটক্যাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম

অক্টোবরে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ বুটক্যাম্প

ছবি: ভোরের কাগজ

   

বিশ্বজুড়ে তরুণ উদ্যোক্তাদের যোগাযোগ এবং কাজের আদান-প্রদানের জন্য বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে। যেখান থেকে তরুণ উদ্যোক্তারা উপকৃত হওয়ার পাশাপাশি একটা নেটওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারেন। এ প্ল্যাটফর্মের মাধ্যমে একজন উদ্যোক্তা সাফল্যের স্বর্ণ শিকড়ে পৌঁছানোর পাশাপাশি নতুন নতুন উদ্ভাবন করে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারেন। 

তেমনিভাবে অক্টোবরে শিল্পের শহর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা উদ্যোক্তাদের আসর ‘গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ বুটক্যাম্প বা জিইবি’। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত উদ্যোক্তাদের নিয়ে আয়োজনটিতে বিশ্বের প্রায় ১০০ দেশ থেকে সফল উদ্যোক্তা ও ৩০০ জনের মত মেধাবি তরুণ-তরুণী অংশগ্রহণ করবেন।

যুক্তরাষ্ট্রের এমআইটি, হার্বাড থেকে শুরু করে পৃথিবীর অন্যতম নামি-দামি সব ইউনিভার্সিটি ও গুগল, মেটা, অ্যাপল মাইক্রোসফটসহ বিশ্বসেরা টেক জায়ান্টদের দ্বারা যৌথভাবে নানা সেশন পরিচালনা করে দল গঠন, আলোচনা, স্টার্টআপ ওয়ার্কআউট, ব্যবসায়িক মডেল গঠন, উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার মতো নানা আয়োজন করা হয়ে থাকে এ বুট ক্যাম্পে। 

আরো পড়ুন: বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের প্রয়োজনীয়তা ও নতুন দৃষ্টিকোণ

আয়োজনটির অফিসিয়াল পার্টনার প্রতিষ্ঠান প্লান অফ সাসের প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার বলেন, ‘জিইবি তরুণ উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বহু বছর ধরে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এখানে প্রতিযোগিতায় অংশ নিয়ে মেধাবীরা তাদের যুগোপযোগি উদ্যোগগুলোর আইডিয়া প্রদান করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আশা বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, যার ফলে সফল উদ্যোক্তা হয়ে উঠতে সাহায্য করে। আমি এবং আমার প্রতিষ্ঠান সবসময়ই বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বিভিন্ন সম্ভাবনাগুলো পৌঁছে দেয়ার চেষ্টা করি।’ 

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ বুটক্যাম্পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খগেন্দ্র আচার্য বলেন, ‘শুরু থেকেই জিইবি বিশ্বের বিভিন্ন দেশের অংশ নেয়া যুব উদ্যোক্তা এবং বিনিয়োগকারিদের মধ্যে অভ্যন্তরীণ সেশন ও নেটওয়ার্কিং নিয়ে কাজ করছে। এ ছাড়া বিনিয়োগকারিরা বুটক্যাম্পে অংশগ্রহণকারিদের উত্থাপিত সম্ভাবনাময় বিভিন্ন উদ্যোগের প্রতি আগ্রহ সহকারে কাজ করে যাচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App