×

প্রবাস

মিউনিখে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

Icon

ফাতেমা রহমান রুমা, জার্মানি থেকে

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১১:০৪ এএম

মিউনিখে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

মিউনিখে বসবাসকারী প্রবাসী বাঙালিদের ঈদ পরবর্তী মিলনমেলা।

   

জার্মানির মিউনিখ শহরে বসবাসকারী প্রবাসী বাঙালিদের নিয়ে ঈদ পরবর্তী এক মিলনমেলার আয়োজন করা হয়। জার্মান এগ্রো রিসোর্টের সৌজন্যে সোহাগ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের উপস্থিতি এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। 

আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধনী ঘোষণা করেন অহেদুল ইসলাম দিনু। অনুষ্ঠানের সমন্বয়কারী ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন মুরাদ মাহমুদ ব্যাপারী। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মহি মহিউদ্দিন আহমেদ, আতাতুর রহমান, পারভেজ মজুমদার, বাদল হোসেন, মিরাজ মিয়া ও সেলিম ভূঁইয়া। 

জার্মান এগ্রো রিসোর্টের স্বত্বাধিকারী বলেন, ঈদ পুনর্মিলনের উদ্দেশ্য হচ্ছে জার্মানির মিউনিখ শহরে বসবাসকারী প্রবাসীদের মধ্যে একটা আনন্দের মিলন মেলা তৈরি করা। ঈদের সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কাযর্ক্রম শুরু হয়। 

আরো পড়ুন : ডব্লিউএসটির ২১৩ জন শিক্ষার্থী পেলেন ব্যাচেলরস ও মাস্টার্স ডিগ্রি

অনুষ্ঠানের প্রারম্ভে কোরাআন থেকে তেলোয়াত করেন শামীম আল মামুন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে আমরা সবাই মিউনিখে ঈদ পুনর্মিলনী উদযাপন করছি। জার্মানিতে বসবাসকারী বাঙালি ভাই-বোনদের সহযোগিতা ও মাতৃভাষা প্রসারে আমরা কাজ করে যাব।

অনুষ্ঠানের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সংগঠন করে জার্মানিতে বাংলা সংস্কৃতিকে প্রশস্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।

সমন্বয়কারী ও উপস্থাপক মুরাদ মাহমুদ ব্যাপারী বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা সংস্কৃতিকে প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেয়া পাশাপাশি সেবামূলক কাজ করে যাওয়া।


অনুষ্ঠানের উদ্ধোধনী ঘোষণা করেন অহেদুল ইসলাম দিনু। এছাড়াও অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মহি মহিউদ্দিন আহমেদ, আতাতুর রহমান, পারভেজ মজুমদার, বাদল হোসেন, মিরাজ মিয়া ও সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে নাচ-গানসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে প্রবাসে অবস্থানরত নতুন প্রজন্ম বাংলা সংস্কৃতিকে তুলে ধরে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লুৎফর শেখ, সেঁজুতি, রোমেল ও সোহেলসহ আরো কয়েকজন শিশু শিল্পী।

অনুষ্ঠান প্রবাসী বাঙালিরা এক খণ্ড বাংলাদেশকে অনুভব করেন। লটারিতে উপহার হিসেবে ছিল ফ্রিজ, টেলিভিশন, ওভেন, টেস্টারসহ প্রায় ২৫ ধরনের ইলেকট্রনিক সামগ্রী। বিজয়ীদের মধ্যে উপহার তুলে দেয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App