×

রাজনীতি

‘ডেভিল হান্টে’র দ্বিতীয় দিন: গাজীপুরে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০

Icon

কাগজ প্রতিবেদক, গাজীপুর

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৪ পিএম

‘ডেভিল হান্টে’র দ্বিতীয় দিন: গাজীপুরে সাবেক এমপিসহ গ্রেপ্তার ১০০

ছবি: ভোরের কাগজ

   

সারাদেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় দিনে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের হাতে সাবেক সংসদ সদস্যসহ আরো ১০০ জন গ্রেপ্তার হয়েছেন। গত দুই দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১ জনে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। সোমবার সকালে গাজীপুর মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

গাজীপুর জেলার পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক জানান, অভিযানের অংশ হিসেবে জেলার পাঁচটি থানা এলাকায় অভিযান চালিয়ে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। 

অপরদিকে গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হক। তিনি বলেন, টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬ জন ও পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের পরিচয় মিলেছে।

তারা হলেন- টঙ্গী পূর্ব মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রহিম (৩৮), গাজীপুর মহানগরের ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আওলাদ (৪৫), গাজীপুর সিটির ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রুবেল (৩৫), ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. আব্দুল মোমিন (৩০), গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার (৫০), গাছা থানা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুম্মন খান (৪১), গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম (৩৫), গাজীপুর সিটির ৩৯ নম্বর ওয়ার্ড থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হামিদ মোল্লা (৪৩) ও একই ওয়ার্ডের যুবলীগের ২ নম্বর আহবায়ক সদস্য আব্দুস সালাম (৩৫)।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App