বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর জন্য চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার লালবাগের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রীর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিডনি ও লিভারে সমস্যা নিয়ে মরহুম আনোয়ার হোসেন মাহবুবের স্ত্রী পাপিয়া আক্তার রিনা অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে কয়েকদিন ধরে ভর্তি ছিলেন।
শনিবার (১৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে চিকিৎসা সহায়তা সহায়তা পৌঁছে দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন খান, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ প্রমুখ।
আরো পড়ুন: জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
এদিকে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা এবং অসহায় এই পরিবারের পাশে থাকার বার্তা সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেন।
প্রসঙ্গত, আনোয়ার হোসেন মাহবুব লালবাগ থানা বিএনপির নেতা ছিলেন। পলাতক ফ্যাসিস্ট হাসিনার আমলে মিথ্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশ রিমান্ডে অত্যাচার করে জেল হাজতে পাঠালে মাহবুব অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি মারা যান তিনি।