নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আরব আমিরাত বিএনপির সাক্ষাৎ

ইউএই প্রতিনিধি
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

ছবি: ভোরের কাগজ
নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহম্মেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে আরব আমিরাত বিএনপি। এ সময় ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান বিএনপির নেতারা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের নেতৃত্বে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফূলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন আরব আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব, সাবেক সভাপতি আমানুল কিবরিয়া, মন্জুরুল আলম, বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, আল-আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, প্রকৌশলী লুৎফুর রহমান সুমন, নূর মোহাম্মদ, আল-আইন বিএনপির যুগ্ম সম্পাদক আলিনূর, ভেনিয়াস বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, যুবদলের সহসভাপতি জানে আলম, আল-আইন যুবদলের সিনিয়র সহসভাপতি নিজামউদ্দিন, আল-আইন যুবদলের সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবলু, আল-আইন যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ, মুসাফফা যুবদলের আহ্বায়ক শাহজাহানসহ আরব আমিরাত বিএনপি কেন্দ্রীয় কমিটি ও শাখা কমিটির নেতারা।
রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়কালে প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আমিরাতে এখনো অনেক বাংলাদেশি কারাগারে আটক রয়েছেন। তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি দীর্ঘদিন দেশটিতে বন্ধ থাকা ভিসা ও ট্রান্সফার ভিসা খোলার ব্যাপারে আমিরাত সরকারের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানান এবং প্রবাসীরা যাতে সহজভাবে দূতাবাস ও কনস্যুলেটের সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সেবা প্রদান প্রবাসীদের দ্বারপ্রান্তে পৌঁছানোরও আহ্বান জানান তিনি।