আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে: চরমোনাই পীর

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ এএম

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। একটি স্বার্থান্বেষী মহল বার বার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। তারা সকল ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। এতো দুর্নীতি, খুন, গুম, সম্পদের পাহাড় তৈরি, বিদেশে অর্থ পাচার ও দেশের সম্পদ লুটপাটের ইতিহাস বিশ্বের অন্য কোনো দেশে হয়নি।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি, হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আওয়ামী লীগের বিদায়ের পরে সাধারণ মানুষদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের মন্দির ও বাসা বাড়ি পাহারা দিয়েছে। আর অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটের নেশায় মেতেছিলো।
জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ। কিন্তু তার এই মহানুভবতা দেখেও এতটুকু মায়া হয়নি ফ্যাসিবাদী সরকারের পেটোয়া বাহিনীর। তারা সেদিন নির্দ্বিধায় গুলি চালিয়ে আবু সাঈদের প্রাণ কেড়ে নিয়েছিল। এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে গোটা বিশ্বকে যেন অবাক করে দিয়েছিল। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এই জঘন্য অপরাধের বিরুদ্ধে রাজপথে আন্দোলনে নেমেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। যখন আওয়ামী লীগ সরকারের এ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন নামার কেউ সাহস পায়নি তখন ইসলামী আন্দোলন এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে।
লালমনিরহাট জেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি দাবি করে তিনি আগামী দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেমী। লালমনিরহাট জেলা শাখার সহ সভাপতি শাইখুল হাদিস মুফতি ফজলুল করীম শাহারিয়ার, সাধারণ সম্পাদক মুহাম্মদ মোকছেদুল ইসলাম সহ অন্যান্যর