×

রাজনীতি

জহির উদ্দিন স্বপন

যারা বাঘ শিকার করে তারা তেলাপোকা নিয়ে কথা বলে না

Icon

গৌরনদী (বরিশাল) থেকে খোন্দকার কাওছার হোসেন ও সঞ্জয় কুমার পাল

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

যারা বাঘ শিকার করে তারা তেলাপোকা নিয়ে কথা বলে না

ছবি: ভোরের কাগজ

   

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, যারা বাঘ শিকার করে, তারা তেলা পোকা নিয়ে কথা বলে না। শেখ হাসিনাকে যদি আমরা পালিয়ে যেতে বাধ্য করে থাকি, তা হলে রাজধানী শহরের যে সমস্ত গুন্ডারা, বিভিন্ন জেলা শহরে শেখ হাসিনার যে সমস্ত মাস্তান, আর বিভিন্ন উপজেলা শহরে হারিছ (গৌরনদী পৌরসভার সাবেক মেয়র) মার্কা যে সমস্ত চামচা, তাদের নিয়ে কথা বলার দরকার আছে বলে মনে করি না। এরপরেও দেশের প্রশাসন পুলিশ আইন-আদালত গোয়েন্দারা, তাদের দায়িত্ব, তেলা পোকাতো তেলা পোকা ছাড়পোকাকেও ছাড়া হবে না। 

শুক্রবার (১৫ নভেম্বর) বরিশালের গৌরনদী উপজেলা সদরের সরকারি গৌরনদী কলেজ মসজিদ মাঠে অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত পৃথক পৃথক আলোচনা সভা শেষে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আমরা আইনের উপর বিশ্বাস করি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, জনতার আদালত ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। রাষ্ট্র চলে আইন আদালতের মাধ্যমে। অতএব মাঝখানে আমরা কোন আইনের ঊর্ধ্বে কোন দায়িত্ব নিতে চাই নাই, চাই নাই বলেই এই গৌরনদীর সন্ত্রাসীদের অনেকের বাড়ি ঘর বিক্ষুব্দ জনতারা পুড়িয়ে দিতে চেয়েছিল। স্থানীয় বিএনপির বিজ্ঞ নেতারা দায়িত্ব নিয়ে তাদেরকে করুনা করেছে। তাদের জীবনকে ভিক্ষা দিয়েছে। তারপরও এই সন্ত্রাসী দুষ্কৃতিকারীদের লজ্জা হয়না। এই গৌরনদীর মাটিতে যারা আমার নেতা-কর্মীদের সঙ্গে ঔদ্ধ্যত্য আচরন করেছো, নেতা-কমীদের হাত-পা ভেঙ্গেছে, বাড়িঘর ভেঙ্গে-চুরে একাট্টা করেছে। বিএনপির নেতারা দায়িত্ব নিয়ে তাদের বাড়িঘর রক্ষা করেছেন। এজন্য বিএনপির সব ত্যাগী নেতাদের তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তারেক রহমান যেভাবে দল চালাতে চেয়েছেন তারা সেই ভাবেই দলকে নেতৃত্ব দিয়েছেন।

আরো পড়ুন: ঢাবি ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বিজ্ঞ নেতৃত্বের কারণে আমরা শেষ পর্যন্ত ছাত্র-জনতার জুলাই-আগষ্টের গনঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের প্রধান নেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের দলের হাজার হাজার নেতা-কর্মী নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আমি নিজে এই আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছি, অসংখ্যবার জেল খেটেছি। শেখ হাসিনার সরকার আমার বিরুদ্ধে ভয়ানক ভয়ানক অভিযোগ হাজির করেছে। শেখ হাসিনার সরকার যদি টিকে যেত, তাহলে বাংলাদেশের পাঁচটা লোককে যদি ফাঁসি দিত তার মধ্যে আমি একজন থাকতাম।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান বক্তা ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি ছিলেন- গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান অগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সদস্য সচিব মো. ফরিদ মিঞা প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App