×

রাজনীতি

মির্জা আব্বাসের মন্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ পিএম

মির্জা আব্বাসের মন্তব্যের কড়া জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ

মির্জা আব্বাস ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

   

মির্জা আব্বাসের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা আরো দেখেছি, ৫ আগস্টের পরে একটি জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে। এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ, যাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্বকে অবজ্ঞার চোখে দেখছে ।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্রজনতার করণীয়’ শীর্ষক ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, যেমন গত পরশু দিন বিএনপির একজন প্রতিযশা রাজনীতিবীদ মির্জা আব্বাস উনাকে আমরা বলতে শুনেছি- যদি পিতার আগে সন্তান হাঁটে তাহলে নাকি দেশ ধ্বংস হয়ে যায়। আমরা বিনয়ের সাথে উনাকে প্রশ্ন করতে চাই, পিতা যখন গত ১৬ বছর তার রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল, পিতাকে যখন রাস্তায় নামতে দেয়া হচ্ছিল না। তখন এই ৫ই আগস্টে সন্তানরাই গুলির সামনে বুক পেতে দিয়েছিল। তারা যখন গুলির সামনে বুক পেতে দিয়েছিল- মুগ্ধ, আবু সাঈদ যখন বুক পেতে দিয়েছিল, তখন রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি। বরং পিতার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা জেনারেশন কনফ্লিক্টের দিকে যেতে চাই না। আপনারা যারা অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা আর তারুণ্যের যে অকুতোভয়, তাদের ভয়হীন যে মনোভাব দুইটার সংমিশ্রণে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

তিনি মির্জা আব্বাসকে উদ্দেশে বলেন, পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তরুণ সন্তানের কাঁধে হাত রেখে তার বাকী পথ চলতে হয়। সুতরাং সন্তানকে কটাক্ষ না করে তার কাজ যেন শক্তিশালী হয়, কাজ যেন সুদৃঢ় হয় সেটার জন্য আপনারা পদক্ষেপ নেন এবং তাদের যেন আর কখনোই কোনো ফ্যাসিস্টদের মোকাবিলা করতে না হয়, সেটি করে দিয়ে যাওয়া আপনাদের নৈতিক দায়িত্ব।

আমরা দেখেছি বিএনপির যিনি প্রধান নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ১৬ বছর উনি তার চিকিৎসার অধিকার পাননি। কিন্তু ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদরা যখন রাস্তায় নেমে এসেছে, গুলির সামনে বুক চেতিয়ে দিয়েছে, তখন কিন্তু আপনাদের দলের যিনি প্রধান তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সুতরাং, আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে বলতে চাই, অগ্রজদের সাথে অনুজের যে, পার্থক্য করার চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা বন্ধ করে দেন।

আমরা আরো দেখেছি, ৫ই আগস্টের পরে একটি জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে। এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ, যাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্বকে অবজ্ঞার চোখে দেখছে । 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App