বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান বাসদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ১০:০০ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী বুধবার (৬ নভেম্বর)। এ উপলক্ষে সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ শ্রমিক-কৃষক, ছাত্র-নারীসহ সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন।
বাসদ বলেছে, ১৯১৭ সালের ৭ নভেম্বর মহান সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব মানবজাতির ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। শ্রমিক শ্রেণির রাষ্ট্র গঠন এবং শোষণমুক্ত সমাজ গঠনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপায়িত হওয়ার প্রথম পদক্ষেপ ছিল ওই বিপ্লব। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের দৃষ্টান্তকে স্মরণ করে বাংলাদেশের শোষিত জনগণের মুক্তির লক্ষ্যে ১৯৮০ সালের ৭ নভেম্বর আত্মপ্রকাশ করেছিল বাসদ। প্রতিষ্ঠার পর থেকে দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সমাজ বদলের সংগ্রামে ভূমিকা পালন করে চলেছে দলটি।
বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ যথাযোগ্য মার্যাদায় দলের প্রত্যেক শাখাকে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে সমাজ বদলের সংগ্রামকে এগিয়ে নেয়ার জন্য দলের সব নেতা, কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, দরদীসহ সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সকালে দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলন। আগামী শুক্রবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।