×

রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০৯:০৬ পিএম

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি

ছবি: হাসনাত আবদুল্লাহ

   

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। দলীয় ফোরামে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবে দলটি। বৈঠক শেষে এ কথা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। 

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতারা। দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। 

বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বলে ছাত্র নেতারা জানান। বৈঠকের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, আপনারা জানেন, আমরা ২৩ তারিখ জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলাম সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা আমাদের গণঅভ্যুত্থানে নেতৃত্বে এসে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন আমরা ঘটিয়েছি। এটা ছিল প্রাথমিক ধাপ।

তিনি বলেন, এখন ফ্যাসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের ক্ষেত্রে আমাদের সামনে বাধা হিসেবে দাঁড়িয়েছে চুপ্পু (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) অপসারণ এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এগুলো নিয়ে আপনারা জানেন আমরা গত দুইদিন ধরে আমাদের দেশের প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা গণঅভ্যুত্থানে অংশ গ্রহণ করেছেন তাদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা বিএনপির সাথে আলোচনা করেছি।

বৈষম্যবিরোধী এই ছাত্রনেতা বলেন, বৈঠকে আমরা ‘প্রোক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক’ কীভাবে ঘোষণা দেবো তা নিয়ে আলোচনা করেছি। চুপ্পুর অপসারণ খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা কীভাবে করতে পারি এবং সেটা নিয়ে পলিটিক্যাল কনসেনসাস কীভাবে বের করা যায় ও যেকোনো ধরনের সংকট কীভাবে এড়ানো যায় সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে কীভাবে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করেছি।

বিএনপি নেতৃবৃন্দ যারা ছিলেন তারা আমাদের সব কথা শুনেছেন। তারা জানিয়েছেন এই বিষয়গুলো নিয়ে তারা তাদের ফোরামে কথা বলবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উম্মা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়োরি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনসহ ৭জন নেতা উপস্থিত ছিলেন।

নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ‘চুপ্পু মাস্ট বি গোন’। আমরা টাইম ফ্রেম বেধে দিচ্ছি না। ছাত্র নেতারা গত দুইদিনে জামায়াতে ইসলামি ও ইসলামি আন্দোলন, বাংলাদেশ এই দুইটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, জামায়াত তাদের জায়গায় থেকে কথা বলেছেন। তারা ইতিমধ্যে বলেছেন যে, তারা বলেছেন, নৈতিকতার জায়গা থেকে চুপ্পুর আর কোনো ধরনের গ্রহণযোগ্যতা নেই। তারা তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ তারা দ্রুততম সময়ের মধ্যে জাতীয় ঐক্যের ভিত্তিতে চুপ্পুর অপসারণ চায়। তিনি জানান, আগামীকাল গণতন্ত্র মঞ্চে, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের বৈঠক করবে তারা। বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু বলেনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App