ফারুক-রাজ্জাকসহ এখন পর্যন্ত আ. লীগের যেসব নেতা গ্রেপ্তার হলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত
শেখ হাসিনা সরকারের পতনের পর, আওয়ামী লীগসহ বিভিন্ন শীর্ষ নেতা গ্রেপ্তার হওয়ার পরেও দলের গুরুত্বপূর্ণ নেতারা ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। তবে রবিবার (১৪ আগস্ট) রাতে একদিনেই গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এবং কর্নেল ফারুক খান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রবিবার সন্ধ্যায় রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে, আর গভীর রাতে ক্যান্টনমেন্ট এলাকা থেকে ফারুক খানকে আটক করা হয়।
সরকার পতনের পর বেশিরভাগ আওয়ামী লীগ নেতা আত্মগোপনে চলে যান, তাদের ফোন বন্ধ রয়েছে এবং দেশের বাইরে চলে গেছেন এমন তথ্যও প্রচারিত হয়েছে। তবে, গত দুই সপ্তাহ ধরে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিচ্ছিলেন। কিছু নেতাকে গণমাধ্যমে হোয়াটসঅ্যাপ ও অনলাইনে সাক্ষাৎকার দিতে দেখা গেছে। তবে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই কারো কাছে।
বিরোধী ছাত্র আন্দোলনের কারণে শুরু হওয়া গ্রেপ্তারের মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ আরো অনেক গুরুত্বপূর্ণ নেতা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন। গত দুই মাসে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক আইনমন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ বেশ কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে।
এছাড়া, সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, এবং পুলিশের সাবেক ১৭ জন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এসব কর্মকর্তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তদন্ত চলছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, এইসব গ্রেপ্তার ও রিমান্ডে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের শীর্ষ পদাধিকারীও তদন্তের আওতায় আসছেন।
আরো পড়ুন: যে শর্তে আত্মসমর্পণ করতে চান সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল
এই পরিস্থিতিতে, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে, বেশ কিছু শীর্ষ নেতা এখনো দেশের বাইরে আছেন, তাদের মধ্যে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান ও শামীম ওসমানকে দিল্লিতে দেখা গেছে বলে খবর ছড়িয়ে পড়েছে। তবে, তাদের অবস্থান নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।