ঢাবিতে শিবিরের আত্মপ্রকাশ নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের স্ট্যাটাস, যা লিখলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পিএম

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দীর্ঘদিন আত্মগোপনে থাকা ইসলামী ছাত্রশিবিরের শাখা সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আত্মপ্রকাশকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা চলছে। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় নাছির উদ্দিন বলেন, ‘আমরা সবসময়ই গণতান্ত্রিক রাজনীতির চর্চা ও স্বচ্ছতা বিশ্বাস করি। ছাত্রশিবির যদি গোপন তৎপরতা, আত্মপরিচয়ের সংকট এবং অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসে, তাহলে তাদের গণতান্ত্রিক রাজনীতির ধারায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।’
নাসির বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হলো মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সহাবস্থান। বিভিন্ন সংগঠনের নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকলেও গোপন কার্যক্রম বা অনুপ্রবেশের মাধ্যমে তাদের তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা চাই, ছাত্রশিবিরসহ সব সংগঠন খোলাখুলি ও গণতান্ত্রিকভাবে তাদের রাজনীতির চর্চা করুক।’
নাছির উদ্দিন আরো বলেন, ‘শিবিরের আত্মপ্রকাশকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচকভাবে দেখা উচিত, যদি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের কার্যক্রম চালায়। ছাত্রদের মধ্যে সহাবস্থান এবং রাজনৈতিক সহমর্মিতার চর্চা করা একান্ত প্রয়োজন। আমরা সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই, সবাই মিলে সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশে নিজেদের রাজনীতি পরিচালনা করুক।’
আরো পড়ুন: অমিত শাহ’র বক্তব্য নিয়ে যে বিবৃতি দিলো জামায়াত
ঢাবিতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয় প্রকাশের পর তাদের কর্মকাণ্ড এবং বিশ্ববিদ্যালয়ে তাদের উপস্থিতি নিয়ে প্রশাসনের পাশাপাশি সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যেও নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই বিষয়টিকে ঢাবির রাজনীতিতে একটি নতুন মোড় হিসেবে দেখছেন। তবে প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি।