সাবেক মন্ত্রী মাহবুবকে প্রধান আসামি করে ৪৬ জনের বিরুদ্ধে মামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হবিগঞ্জের মাধবপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপদের ডাকবাংলায় আগুনসহ বিভিন্ন অপরাধে সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার মাধবপুর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান, হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবলীগের সভাপতি ফারুক পাঠান ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে।