×

রাজনীতি

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রস্তুত আছি আমরা: নানক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রস্তুত আছি আমরা: নানক

জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

   

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মনোবল হারাবেন না। আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবসময় প্রস্তুত।

নানক বলেন, আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মীরা ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়, যাদের ওপর নিষ্ঠুর অত্যাচার চলছে। মুক্তিযুদ্ধের পক্ষের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পুড়িয়ে দেয়া হচ্ছে।

এ আওয়ামী লীগ নেতা বলেন, আমাদের কোটি কোটি নেতাকর্মী বর্তমানে ঘর ছাড়া, অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে বর্বরোচিতভাবে অপমান করা হয়েছে, তা আসলে আমাদের স্বাধীনতার প্রতি আঘাত।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, মনোবল হারাবেন না। যেখানে আছেন, সেখান থেকেই একে অপরের খোঁজ-খবর রাখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড় সমান কষ্টের মাঝেও হিমালয় সমান দৃঢ়তা নিয়ে কাজ করে যাচ্ছেন। এই অন্ধকার খুব শিগগিরই কেটে যাবে, ইনশাআল্লাহ।

আরো পড়ুন: যেভাবে রাডারকে ফাঁকি দিয়ে শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতে পৌঁছেছিল

বিবৃতির শেষাংশে তিনি বলেন, গত ১ জুলাই থেকে এ পর্যন্ত যারা আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে এবং যারা আমাদের বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো লুটপাট করেছে, তাদের তালিকা তৈরি করে নিজেদের কাছে রাখুন এবং হোয়াটসঅ্যাপে (+৮৮০১৭৮৮৮০৯৯৯৬) পাঠিয়ে দিন। আসুন, আমরা একত্রে জনমত গড়ে তুলি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App