×

রাজনীতি

আ.লীগের মত আমরা দলীয়করণ করতে চাই না: জহির উদ্দিন স্বপন

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১০:১৩ পিএম

আ.লীগের মত আমরা দলীয়করণ করতে চাই না: জহির উদ্দিন স্বপন

ছবি: ভোরের কাগজ

   

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ঠা বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উত্তর বরিশালের সর্ববৃহৎ বাণিজ্য বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দর ও উপজেলা সদরের গৌরনদী বন্দরের ব্যবসায়ীরা। সোমবার (২৬ আগস্ট) দুপুরে ও বিকেলে পৃথক দুটি সভা অনুষ্ঠিত হয়।

সভা দুটিতে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি ব্যবসায়ীদের প্রতি নির্ভয়ে ও সৎভাবে ব্যবসা-বানিজ্য পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি বন্দর দুটিতে সন্ত্রাস ও চাঁদাবাজী মুক্ত পরিবেশ নিশ্চিত করতে ও ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিতে বিএনপি নেতা-কর্মীদের প্রতি কঠোর নির্দেশ দেন। সোমবার দুপুর ১২টায় উপজেলা সদরে গৌরনদী বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে ও বিকেল ৫টায় টরকী বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। 

এ সময় সাবেক সাংসদ এম. জহির উদ্দিন স্বপন বলেন, আমাদেরকে মনে রাখতে হবে ছাত্র-জনতার নেতৃত্বে যে নতুন সামাজিক শক্তি তৈরী হয়েছে বাংলাদেশ জাতীয়তারবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সেই সামাজিক শক্তির সঙ্গে এক নতুন বন্দোবস্ত করতে চায়। চুক্তি করতে চায়। আওয়ামী লীগের মত দলীয়করণ করতে আমরা চাইনা। আমরা এই জনগনের পক্ষেই সরকারটা পরিচালনা করতে চাই। আমাদের দলের কাজ হবে শুধুমাত্র জনগনের এই স্বার্থকে উদ্ধার করা। গৌরনদীর দানব খ্যাত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হারিছুর রহমানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কোথায় আজ গৌরনদীর বেয়াদব মেয়রটা। আমরা ইশারা-ইঙ্গিত করলে এই আন্দোলন সংগ্রামের মধ্যে মাটিতে পিষে ফেলতে পারতো। আইন আমরা হাতে তুলে নেই নাই। আইন কাউকে হাতে তুলে নিতে আমরা দেই নাই। কিন্তু একইসঙ্গে এ কথা বলতে চাই আইনের বাইরে কোন অপরাধীকে আমরা থাকতে দেবো না, দেবো না দেবো না। 

আরো পড়ুন: অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি, বললেন ফখরুল

বন্দর দুটির ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, সৎভাবে ব্যবসা-বাণিজ্য করার জন্য যেটা বাঁধা সেটা আমাকে জানাবেন। আপনারা আপনাদের মধ্যের নিরপেক্ষ ব্যবসায়ীদের নিয়ে একটি সেল তৈরী করবেন। ওই সেলের মাধ্যমে আপনারা আপনাদের ব্যবসায় কি কি বাঁধা তা চিহ্নিত করে আমার কাছে দেবেন। এ গুলোর সমাধানে যে যে যায়গা সমুহে কথা বলতে হবে আমি আপনাদের হয়ে সে সব যায়গায় কথা বলব। গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. চুন্নু তালুকদার ও টরকী বন্দর ব্যবসায়ী সমিতির নেতা ও প্রবীন ব্যবসায়ী ননী গোপাল রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভা দুটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল, এ্যাডভোকেট এস.এম মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. সাইয়েদুল আলম সেন্টু খান, ব্যবসায়ী নেতা ভজন কুন্ড, সমীর সরকার, বিশ্বজিত রায় প্রমুখ।

এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন তার নিজ নির্বাচনী এলাকা গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা সদরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের উদ্যোগে বের হওয়া পৃথক দুটি শোভাযাত্রার উদ্বোধন করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App