শো-ডাউন করলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবেন না: নুরুল হক নূর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৪:২৪ পিএম

ছবি: সংগৃহীত
১৫ আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ধানমন্ডিতে গিয়ে শো-ডাউন করলে প্রাণ নিয়ে আপনারা ঘরে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ক্ষমা চেয়ে তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
শেখ মুজিবুর রহমান সাহেব একজন জাতীয় নেতা ছিলেন। কাজেই তার প্রতি শ্রদ্ধা নিবেদন বা কারো ভালোবাসা থাকতে পারে। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি ধানমন্ডিতে শো-ডাউন করার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এই দিকের ক্ষুব্ধ ছাত্র-জনতা স্বাভাবিকভাবেই রাস্তার যে পরস্থিতি আপনারা দেখেছে প্রাণ নিয়ে আপনারা ঘরে ফিরতে পারবেন না।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কথা না ভেবে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন। সেই নেত্রীর ছেলে বলেছেন যে তিনি দলের কথা ভাবছেন না। তিনি তার মা-পরিবারের কথা ভাবছেন। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো প্রকার নৈরাজ্য-বিশৃঙ্খলা করেন শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না।
একদিকে আইনশৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ; তাই, কোনোপ্রকার নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই, যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনও ধরনের বিশৃঙ্খলা করে থাকলে বিপ্লবী ছাত্র-জনতা ও সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আপনাদেরকে হুঁশিয়ার ও সাবধান করে দিতে চাই।
আপনাদেরকে গত চার-পাঁচ বছর ধরে বলছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমানও হয়তো প্লেনের চাকা ধরে পালাতে পারবে। কিন্তু আপনাদেরকে এই দেশে থাকতে হবে। তাই আপনারা এমন কিছু কইরেন না যে ক্ষমতার পট পরিবর্তন হলে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা শুনেন নাই। এখন জনগণ আপনাদেরকে পাইলে কী করবে আল্লাহ মাবুদ জানে।