×

রাজনীতি

এমপি আনার হত্যার কারণ জানালেন তার মেয়ে ডরিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১:৩৭ পিএম

এমপি আনার হত্যার কারণ জানালেন তার মেয়ে ডরিন

ছবি: সংগৃহীত

   

অবশেষে অত্যন্ত চাঞ্চল্যকর এবং আলোচিত ঝিনাইদহ-৪ আসনের সংসদ-সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের কারণ জানা গেলো। তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন জানিয়েছেন রাজনৈতিক কোন্দলেই আনার খুন হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর কাছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দেয়ার দাবীও করেছেন। 

শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডরিন। ‘ঝিনাইদহ-৪ আসনের জনগণের পক্ষে জনপ্রতিনিধিবৃন্দ’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডরিন বলেন, ডিএনএ টেস্ট দেয়ার জন্য কলকাতা সিআইডির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব, কলকাতায় যাব।

তিনি বলেন, আমার বাবার হত্যার পেছনে অবশ্যই অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল আছে। ইতোমধ্যে যথেষ্ট প্রমাণের ভিত্তিতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুইজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।  শিমুল ভুঁইয়া তার জবানবন্দিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গ্যাস বাবুর কথা বলেছেন। আবার গ্যাস বাবুও তার জবানবন্দিতে মিন্টুর কথা বলেছেন। অবশ্যই তাদের সংশ্লিষ্টতা আছে বলে আদালতে বলেছেন। 

ডরিন বলেন, অভ্যন্তরীণ কোন্দল না থাকলে কেন তারা এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে। তারা তো সবকিছুই জানত। তারা আমাকে সান্ত্বনা দিতে এসেছিল।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, এমপি আনার হত্যাকাণ্ডে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতা জড়িত। ইতোমধ্যে কিছু নেতা গ্রেপ্তার হলেও এখনো হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং অর্থ জোগানদাতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল প্রমুখ।

টাইমলাইন: ভারতে এমপি আজিম হত্যাকাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App