মঙ্গলবার শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হবে 'শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪'। মঙ্গলবার (২ জুলাই) উক্ত খেলায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্যরা অংশগ্রহণ করবেন। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো।
টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বই’। এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যে-সব ব্যক্তি ও প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।
অংশগ্রহণকারী দলগুলো হল-
বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামাল একাদশ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান একাদশ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ একাদশ, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন একাদশ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর একাদশ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান একাদশ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ একাদশ,শহীদ রুমি একাদশ।
আরো পড়ুন : যবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত, পদ প্রত্যাশীদের সিভি আহ্বান