রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫:৪১ পিএম

ছবি: সংগৃহীত
রাজশাহী জেলা ও মহানগর শাখা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।
বৃহস্পতিবার (২০ জুন) এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি ও মো. ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে রাজশাহী জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হল। কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি করা হলেও ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে, ৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫ জনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। ৯ জন সহ-সভাপতি হলেন আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিম রেজা লিটন, কাজী মোজাম্মেল হক, জাহাঙ্গীর আলম ও হাফিজুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন হলেন; মোবারক হোসেন, সামাউন ইসলাম ও সেজানুর রহমান সেজান। আর সাংগঠনিক সম্পাদক ৫ জন হলেন; কামরুল ইসলাম মিঠু, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেরাজুল ইসলাম মেরাজ ও ফয়সাল আহমেদ রুনু।
আরো পড়ুন: বন্যার্তদের পাশে থাকবে ছাত্রলীগ
প্রসঙ্গত, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় ৯ মাস পর এই দুই জেলা ইউনিটের কমিটি অনুমোদন দিল কেন্দ্রীয় যুবলীগ।