স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৫:০৭ পিএম

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন খায়রুল হাসান জুয়েল। বর্তমানে তিনি সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৫ মে) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মনির হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবজালুর রহমান বাবু রাজনৈতিক সফরে চীনে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
আরো পড়ুন: এখন অনেকটা সুস্থ আইনমন্ত্রী
প্রসঙ্গত, খায়রুল হাসান জুয়েল এর আগে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া নিজ জেলা মাদারীপুর শহরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিএনপি-জামায়াত ও ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গণতন্ত্র ও শেখ হাসিনার মুক্তি আন্দোলনের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি।
এদিকে জুয়েল স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতারা।