ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৪, ১১:৪১ পিএম

ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার শিকার শ্রাবণকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
মঙ্গলবার (২১ মে) রাত ৯ টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে নেতা-কর্মীদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সশস্ত্র ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রাবণ জানান, ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে জয়বাংলা শ্লোগান দিয়ে আমার ওপর হামলা চালায়।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ছাত্রদলের এ সাবেক সভাপতি শ্রাবণ।