শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে হবে: নিখিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এই প্রজন্মের ছেলে-মেয়েরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা-১৪ আসনের কল্যাণপুর গালর্স স্কুল এন্ড কলেজের ৪৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আরো পড়ুন: বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল
নিখিল উপস্থিত সবাইকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন আমাদের ছেলেমেয়েরা অনেক বিচক্ষণ। পুঁথিগত শিক্ষা থেকে বেরিয়ে এসে তাদের মেধা দিয়ে বিশ্ব জয় করছে। কলেজের গভর্নিং বডির সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।