খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেয়া হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেয়া হবে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে বলে বিএনপির প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবির খান ভোরের কাগজকে নিশ্চিত করেছেন।
শায়রুল জানান, স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে হাসপাতালে নেয়া হবে বিএনপির চেয়ারপার্সনকে। সূত্র জানায়, তিনি গত দুদিন ধরে হালকা জ্বরে ভুগছেন এবং তার মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে তাকে হাসপাতালে নেয়া হবে।
আরো পড়ুন: সর্বোপরি আমরা এদেশের মানুষের কাছে দায়বদ্ধ
এর আগে, টানা ৫ মাস পরে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। তখন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়ার শর্তে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।
২০২০ সালে তার শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপার্সন।