বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক স্বপনের ছোট চাচার মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:২১ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য কারাবন্দী জহির উদ্দিন স্বপনের ছোট চাচা বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মো. আলী আহমেদ হাওলাদার (৭৩) মারা গেছেন (ইন্নালিল্লাহি ----রাজিউন)।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিকস, শ্বাসকষ্ট ও হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর নিজ বাড়িতে জানাজা শেষে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কাশিমপুর কারাগারে আটক জহির উদ্দিন স্বপন গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক প্রকাশ করেন।