সুনামগঞ্জ-২ আসনে টানা তৃতীয় বারের মতো বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ডক্টর জয়া

জাকারিয়া হোসেন জোসেফ (দিরাই)- সুনামগঞ্জ
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ এএম

ছবি: ভোরের কাগজ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা ) আসনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এম পি ড. জয়া সেন গুপ্তা তৃতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দুই উপজেলার ১১১টি কেন্দ্রে কাঁচি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৭ শত ৭৫ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) নৌকা প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৬ শত ৭২ভোট। ড.জয়া সেনগুপ্তা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ কে ৯১০৩ ভোট ব্যবধানে পরাজিত করেছেন।
রবিবার (৭ জানুয়ারি) রাত ৯টায় বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়৷ এছাড়াও নির্বাচনে ড. জয়া সেন গুপ্তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, গণতন্ত্র পার্টির মিহির রঞ্জন দাস