গাইবান্ধা-১ আসনে জয়ী হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:০৭ এএম

ছবি: ভোরের কাগজ
দ্বাদশ সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
রবিবার (৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।
এ ফলাফলে তিনি ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট। নির্বাচনে ১ লাখ ১৬ হাজার ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ আসনে ভোট পড়েছে ৩০ শতাংশ।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন। আসনটির ভোট কেন্দ্র ১১৪ টি ও ভোটকক্ষ ছিলো ৮৪৬ টি। আসনটিতে দশজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।