×

রাজনীতি

সুষ্ঠু ভোট নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২০, ০৫:২৬ পিএম

সুষ্ঠু ভোট নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে

বিএনপি প্রার্থীর প্রচারণা। ছবি: ভোরের কাগজ।

   

ঢাকা-১০ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেই চলেছেন, এতে সুষ্ঠু ভোট নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ধানমন্ডি ও জিগাতলার বেশ কয়েকটি এলাকায় গণসংযোগ শেষে তিনি এ অভিযোগ করেন। নির্বাচনী প্রচারণায় অংশ নেন স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেন সৈকত, শ্রমিকদলের আবু কাওসারসহ বিএনপি ও অঙ্গদলের নেতা-কর্মীরা।

রবি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেই চলেছেন। নির্বাচন কমিশন থেকে তাকে সতর্ক করা হয়েছে। তিনি কর্ণপাতই করছেন না। ব্যানার, ফেস্টুন এখনও অপসারণ করছেন না। আজকে আবার স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে অনুষ্ঠান করছেন। আমি বলবো, কোমলমতি শিশুদের কাছে না গিয়ে ভোটারদের কাছে যান।

নৌকার প্রার্থীর উদ্দেশ্যে রবি বলেন, তিনি সচেতন মানুষ বলেই নির্বাচন করতে এসেছেন। আশা করি তিনি আচরণ বিধির ব্যাপারে সজাগ হবেন, সাবধানী হবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা নেই। কারণ সরকার নির্বাচন ব্যবস্থাকে কুলষিত করেছে। আমি ভোটারদের কাছে গিয়ে আহ্বান জানাচ্ছি ভোট আপনার নাগরিক অধিকার, ভোটবিমুখ হবেন না। ভোটকেন্দ্রে আসুন।

সকাল পৌনে ১১টায় ধানমন্ডি ১৫ নম্বর থেকে গণসংযোগ শুরু করে মধুবাজার, রায়ের বাজার, মনেশ্বর রোড, জিগাতলাসহ বেশ কয়েকটি এলাকায় দুপুর পর্যন্ত গণসংযোগ করেন রবিউল আলম। এসময় তিনি সাবেক ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন মিয়াসহ (মিয়া ভাই) স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর বাসায় গিয়ে কথা বলেন, বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App