×

রাজনীতি

সংযুক্তা সাহার বিষয়ে ব্যবস্থা নিতে চায় বিএমডিসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০৩:৩০ পিএম

সংযুক্তা সাহার বিষয়ে ব্যবস্থা নিতে চায় বিএমডিসি
   
রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের ভুলে নবজাতক ও তার মায়ের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সহ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বিএমডিসির শৃঙ্খলা কমিটি। শুক্রবার (২৩ জুন) সকালে শৃঙ্খলা কমিটির মিটিংয়ের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির চেয়ারম্যান ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে আঁখি ও তার সন্তানের মৃত্যুর ঘটনায় ডা. সংযুক্তা সাহাকে নিয়ে যে আলোচনা-সমালোচনা হচ্ছে, সে দিকে লক্ষ্য রেখে শৃঙ্খলা কমিটি নিজ উদ্যোগে এই সভা ডেকেছেন। বিএমডিসি মহাসচিব বলেন, বিএমডিসি শৃঙ্খলা কমিটি যে হাসপাতালে ঘটনাটি ঘটেছে এবং যে চিকিৎসকরা এখানে জড়িত ছিলেন, তাদের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে। তাদের বক্তব্য সংগ্রহ করে বিএমডিসির কাছে পাঠালে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, কোনো অভিযোগ আমাদের কাছে সরাসরি না এলে শৃঙ্খলা কমিটি কোনো ব্যবস্থা নেয়ার এখতিয়ার রাখে না। তবে আমরা কোনো নির্দিষ্ট বিষয়ে নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং আমরা তাই করেছি। নির্বাহী কমিটি যদি এই বিষয়ে কিছু করণীয় মনে করে, তা তারা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইহতেশামুল হক আরও বলেন, রোগি কার অধীনে অপারেশন করবেন এটা একান্তই তার সিদ্ধান্ত। তিনি যে চিকিৎসকের অধীনে ভর্তি হয়েছেন সেই চিকিৎসককেই অপারেশন করতে হবে। ওই হাসপাতাল বা ক্লিনিকে যদি ওই চিকিৎসক অনুপস্থিত থাকেন সেক্ষেত্রেও রোগী সিদ্ধান্ত নেবেন অন্য কোনো চিকিৎসকের অধীনে অপারেশন করবেন কিনা। এছাড়া সামাজিক যোগাযোগগ মাধ্যম ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে প্রচারণার রোগিদের নিয়ে উদ্দেশ্যে লাইভ বা কন্টেন্ট তৈরি করাও নিয়ম বহির্ভূত ও চিকিৎসা নীতিবিরোধী। ইহতেশামুল হক বলেন, ২০১০ সালে সেন্ট্রাল হাসপাতালের ডা. সংযুক্তা সাহার লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে বলেও জানিয়েছে বিএমডিসির শৃঙ্খলা কমিটি। তবে, দু’দিন আগে বিএমডিসিতে লাইসেন্স নবায়নের আবেদন করেছেন সংযুক্তা। কিনি জানান, সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় ডাক্তার সংযুক্তা সাহাসহ চিকিৎসকদের বিষয়ে বিএমডিসি এক্সিকিউটিভ কমিটিকে নানা অনিয়মের কথা জানানো হয়েছে। রোগিকে দেখিয়ে লাইভ ও ভিডিও করা অনৈতিক বলেও জানায় সংস্থাটি। প্রসঙ্গত, গত ৯ জুন কুমিল্লার তিতাস উপজেলা থেকে অন্তঃসত্ত্বা আঁখিকে (২৫) রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হলেও তিনি তখন দেশের বাইরে। অভিযোগ রয়েছে, এ বিষয়ে রোগী বা স্বজনদের জানানো হয়নি। অন্য চিকিৎসকরা তার স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হন। পরে অস্ত্রোপচার করা হয়। গত ১১ জুন নবজাতকের মৃত্যু হয়। এর সাত দিনের মাথায় গত ১৮ জুন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান মা মাহবুবা রহমান আঁখিও।        

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App