
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৫:৩৯ এএম
আরো পড়ুন
বিদায়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৭ পিএম
যেদিন তুমি ধূসর বুড়ি হবে
শীতের সকাল মাটির পাত্রে
আগুনের উত্তাপ খুঁজবে,
সকালের এক চিলতে রোদে উত্তাপ পেতে
পুকুর ধারের হিজলতলায় সূর্যপানে চেয়েই থাকবে।
শিশিরের ডগায় খুঁজবে তুমি
কতোজন একসময় দিয়েছে প্রেম
ভালোবাসা সেখানে ছিল কি?
তবু ও একজন ভালোবেসেছিল তোমার উত্তাল মন, তোমার উড়ন্ত কাতরতা।
অবশেষে বেদনার ডানাগুলো
দেয়া-নেয়া শ্রাদ্ধ সেরে মুক্ত বিহঙ্গ।
অসংখ্য নক্ষত্রের ভিড়ে
নিজের ধূপের গন্ধের সাথে
দূরের ঘণ্টার শেষ ধ্বনিটি বাজে
আর নৈঃশব্দের অব্যক্ত ভাষায় শুনি- নিশ্চয়ই অন্ধকার নেবে বিদায়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
যেদিন তুমি ধূসর বুড়ি হবে
শীতের সকাল মাটির পাত্রে
আগুনের উত্তাপ খুঁজবে,
সকালের এক চিলতে রোদে উত্তাপ পেতে
পুকুর ধারের হিজলতলায় সূর্যপানে চেয়েই থাকবে।
শিশিরের ডগায় খুঁজবে তুমি
কতোজন একসময় দিয়েছে প্রেম
ভালোবাসা সেখানে ছিল কি?
তবু ও একজন ভালোবেসেছিল তোমার উত্তাল মন, তোমার উড়ন্ত কাতরতা।
অবশেষে বেদনার ডানাগুলো
দেয়া-নেয়া শ্রাদ্ধ সেরে মুক্ত বিহঙ্গ।
অসংখ্য নক্ষত্রের ভিড়ে
নিজের ধূপের গন্ধের সাথে
দূরের ঘণ্টার শেষ ধ্বনিটি বাজে
আর নৈঃশব্দের অব্যক্ত ভাষায় শুনি- নিশ্চয়ই অন্ধকার নেবে বিদায়।