×

পাকিস্তান

‘জীবন-মরণ’ সংগ্রামে ইমরান সমর্থকরা, বুলেটের শব্দ-শেলে উত্তাল ইসলামাবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

‘জীবন-মরণ’ সংগ্রামে ইমরান সমর্থকরা, বুলেটের শব্দ-শেলে উত্তাল ইসলামাবাদ

ছবি : সংগৃহীত

   

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সদস্য ও সমর্থকরা রাজধানী ইসলামাবাদে জীবন-মরণের লড়াই চালিয়ে যাচ্ছে। বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলি ও কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করে মঙ্গলবার ইসলামাবাদের কেন্দ্রস্থল ডি-চকে অবস্থান নিয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইসলামাবাদ এখন কার্যত অগ্নিগর্ভ।  

স্বয়ংক্রিয় অস্ত্রের মুখে বিক্ষোভ

আলজাজিরা, ডন এবং এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাক রেঞ্জার্সের সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালিয়েছে। আলজাজিরার প্রতিনিধি কামাল হায়দার ডি-চক থেকে জানিয়েছেন, বিক্ষোভকারীদের লক্ষ্য করে তীব্র কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে, যার ফলে পুরো এলাকায় কাঁদানে গ্যাসের মেঘ সৃষ্টি হয়েছে। 

হায়দার আরো জানান, নিরাপত্তা বাহিনীর আক্রমণ সত্ত্বেও বিক্ষোভকারীরা পিছু হটলেও কিছু সময় পরে আবার ফিরে এসে ডি-চকে তাদের অবস্থান শক্তিশালী করে। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।  

আহতদের সংখ্যা ক্রমবর্ধমান  

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষে বহু বিক্ষোভকারী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলেও তারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিক্ষোভকারীরা বলছে, ডি-চক ছেড়ে যাওয়ার প্রশ্নই আসে না, বরং সেখানে আরও মানুষের সমাবেশ হবে বলে প্রত্যাশা করছে তারা।  

ইন্টারনেট সেবা ব্যাহত  

জিও টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, পুলিশের গুলিতে ছয়জন নিহত এবং অনেক বিক্ষোভকারী আহত হয়েছেন। এরই মধ্যে পাঞ্জাবের মুলতান, রাজানপুর, গুজরাট এবং দেরা গাজি খানসহ বিভিন্ন শহরে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে।  

ডি-চকে বিক্ষোভকারীদের অবস্থান  

মঙ্গলবার সকালে ইসলামাবাদের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী কনটেইনার ও কাঁটাতারের বাধা স্থাপন করলেও হাজার হাজার পিটিআই সমর্থক এসব প্রতিবন্ধকতা পেরিয়ে ডি-চকে পৌঁছায়। তারা সেখানে কনটেইনারে উঠে ইমরান খানের মুক্তির দাবিতে স্লোগান দেয় এবং দলীয় পতাকা উত্তোলন করে।  

সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ  

বিশেষজ্ঞরা বলছেন, এই বিক্ষোভ পরিস্থিতি সরকার ও নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডি-চকসহ ইসলামাবাদে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের এই বিক্ষোভ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এক সংকট তৈরি করেছে, যা দেশটির ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App