ইসলামাবাদে ডি-চক দখল নিতে পিটিআই কেন এত মরিয়া?

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম

ছবি : ইন্টারনেট
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে ইসলামাবাদের ডি-চকের আশপাশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের কর্মী ও সমর্থকরা জমায়েত হয়েছেন। আইনশৃঙ্খলাবাহিনীর স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ও কাঁদানে গ্যাসের শেলের মধ্যেও, পিটিআই নেতাকর্মীরা মরিয়া হয়ে ওই এলাকার দখল নেওয়ার চেষ্টা করছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালেই পিটিআইয়ের হাজার হাজার কর্মী-সমর্থক ইসলামাবাদের কেন্দ্রীয় ডি-চকে পৌঁছানোর চেষ্টা করেন। কিছু কর্মী সেখানে পৌঁছালেও, পাকিস্তান রেঞ্জার্সের গুলির আক্রমণ এবং কাঁদানে গ্যাসের শেলের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হন। পরিস্থিতি দ্রুত ফাঁকা হয়ে যায়, তবে কিছু বিক্ষোভকারী আবারও ডি-চকে ফিরে আসেন। ইসলামাবাদে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, ডি-চকের চারপাশে নিরাপত্তা বাহিনী বিশাল প্রতিবন্ধকতা তৈরি করেছে, কিন্তু বিক্ষোভকারীরা কনটেইনারের উপরে উঠে এসব বাধা অতিক্রম করেছেন। পাক রেঞ্জার্সের সদস্যরা তাদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়তে দেখা যায়। তবে সেনাবাহিনী সংঘাতে জড়ানোর চেষ্টা করেনি। পিটিআই নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বিক্ষোভকারীদের ডি-চকে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না তাদের দাবি পূরণ হয়।
ডি-চক, যা ইসলামাবাদের অন্যতম সুরক্ষিত রেড জোন এলাকায় অবস্থিত, পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে রয়েছে দেশের সংসদ ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, জাতীয় পরিষদ ভবন এবং বিভিন্ন দেশের দূতাবাস। এটি পাকিস্তানের রাজনৈতিক প্রতিবাদের অন্যতম প্রধান কেন্দ্র, এবং একে "ডেমোক্রেসি চক" হিসেবে উল্লেখ করা হয়। ২০১৪ সালেও পিটিআই একই স্থানে এক মাসের দীর্ঘ অবস্থান কর্মসূচি পালন করেছিল।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা ডি-চক থেকে প্রায় ৫৫০ মিটার দূরে তিন স্তরের কনটেইনারের স্তূপে জড়ো হচ্ছেন। পিটিআই নেত্রী বুশরা বিবি নেতৃত্বে আরও একটি বিশাল বহর ইসলামাবাদের দিকে রওনা হয়েছে, তবে কর্তৃপক্ষের কঠোর প্রতিক্রিয়ার কারণে এর গতি ধীর হয়ে গেছে।
এ পরিস্থিতিতে ইসলামাবাদে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং সবার নজর ডি-চক এলাকায় চলমান পরিস্থিতির দিকে।