পাকিস্তানে বন্দুকধারীদের হামলা, নিহত ২০

কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০:২০ এএম

ছবি: সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি এক কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
শহরের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানির খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।
আরো পড়ুন: শক্তিশালী সৌর ঝড়ের পূর্বাভাস
পুলিশ কর্মকর্তা আরো জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।
ডুকির এক চিকিৎসক জোহর খান শাদিজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত জেলা হাসপাতালে ২০টি লাশ এবং ছয়জনকে আহত অবস্থায় পেয়েছি।
এর আগে গত সোমবার (৭ অক্টোবর) বেলুচ লিবারেশন আর্মি নামের একটি গোষ্ঠী পাকিস্তানের বৃহত্তম বিমানবন্দরের বাইরে চীনা নাগরিকদের ওপর হামলা চালায়। এতে অন্তত দুইজনের প্রাণহানি ঘটে।