
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৩:৫৮ পিএম
আরো পড়ুন
হবিগঞ্জে ট্রাকের সংঘর্ষে আহত ৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২১, ১১:৪৩ এএম

হবিগঞ্জে জেলার বাহুবলে পাথর ও মাছ বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছে। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন ।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে বাহুবল উপজেলার মিরপুর গ্যাস পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট সড়কে সিলেটগামী মাছ বোঝাই ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক উদ্ধার করা হয়েছে। আহতদের জ্ঞান ফিরেনি তাই তাদের পরিচয় জানা জায়নি। তরা চিকিৎসাধীন আছেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

হবিগঞ্জে জেলার বাহুবলে পাথর ও মাছ বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছে। এসময় আশপাশের লোকজন আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন ।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে বাহুবল উপজেলার মিরপুর গ্যাস পাম্প সংলগ্ন ঢাকা-সিলেট সড়কে সিলেটগামী মাছ বোঝাই ও ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক উদ্ধার করা হয়েছে। আহতদের জ্ঞান ফিরেনি তাই তাদের পরিচয় জানা জায়নি। তরা চিকিৎসাধীন আছেন।