
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৪:৫০ এএম
আরো পড়ুন
করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:১৯ পিএম

ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী/ফাইল ছবি।
করোনায় আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী। এ নিয়ে চট্টগ্রামে ১২ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন থেকে ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী মারা যান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
চমেকের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, গত রবিবার করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন ডা. মো. নজরুল ইসলাম। নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্র ছিলেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী/ফাইল ছবি।
করোনায় আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী। এ নিয়ে চট্টগ্রামে ১২ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন থেকে ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী মারা যান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
চমেকের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, গত রবিবার করোনা উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন ডা. মো. নজরুল ইসলাম। নমুনা পরীক্ষা করা হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ডা. মো. নজরুল ইসলাম চৌধুরী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২১তম ব্যাচের ছাত্র ছিলেন।