শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি এমপি মোকাব্বির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৭:১৩ পিএম

মোকাব্বির খান। ফাইল ছবি
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খাঁন শ্বাসকষ্ট নিয়ে সোমবার (১৫ জুন) বিকেলে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার পিএস কয়েছ মিয়া।
কয়েছ মিয়া বলেন, জাতীয় সংসদ অধিবেশনে সোমবার মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছেন। তাঁর করোনাভাইরাস আছে কিনা তা জানার জন্য নমুনা নেওয়া হয়েছে। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।
একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিলেট-২ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন মোকাব্বির খান। নির্বাচনে কারচুপি হয়েছে উল্লেখ করে প্রথমদিকে ঐক্যফ্রন্ট সংসদে অংশ না নিলেও তিনিই ঐক্যফ্রন্টের প্রথম এমপি যে সংসদে শপথ নিয়েছিলেন।