ক্যাসিনোকাণ্ডে এনামুল-রুপম ৪ দিনের রিমাণ্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০২:০৭ পিএম

ক্যাসিনো মামলার আসামিরা। ছবি: ভোরের কাগজ।
ক্যাসিনো মামলায় শীর্ষ দুই আসামি এনামুল হক ও রুপমকে ৪ দিনের এবং তাদের সহযোগি শেখ সানি মোস্তফাকে ৩ দিনের রিমাণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত এ রিমাণ্ড মঞ্জুর করেন।
এরআগে সোমবার (১৩ জানুয়ারি) কেরানীগঞ্জ থেকে ক্যাসিনো মামলায় পলাতক শীর্ষ দুই আসামিকে বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জমিসহ বাড়ি ২২টি, ৯১টি বাংক হিসাব, ১৯ কোটি টাকা, ৫টি গাড়ির হিসেব পাওয়া গেছে। তারা প্রচুর পরিমান টাকা দেশের বাহিরে পাঁচার করেছে। ভুয়া পাসপোর্ট বানিয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করছিল তারা।
তারা মূলত বাংলাদেশে ক্যাসিনো চালু করে নেপালীদের মাধ্যমে। তাদরে কাছ থেকে গ্রেপ্তারের সময় ৪০ লক্ষ টাকা ও ১২টি মোবাইল পাওয়া গেছে।