বিরতির কাটিয়ে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৭, ০২:৪৬ পিএম
অবশেষে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন অপু বিশ্বাস। সিনেমাটির নাম ‘কানাগলি’, পরিচালনা করবেন রবিন খান। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
জানা গেছে,রোববার সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অপু। তবে এখনো নায়ক ঠিক হয়নি। জানুয়ারিতে শুরু হবে ‘কানাগলি’র শুটিং।
মাতৃত্বজনিতকারণে দুই বছর ধরে সিনে ক্যামেরার আড়ালে আছেন অপু বিশ্বাস। বছরখানেক অন্তরালে থাকার পর চলতি বছরের শুরুতে টিভি লাইভে উপস্থিত হয়ে চমকে দেন সবাইকে। এরপর বিজ্ঞাপন ও টিভি অনুষ্ঠানে নিয়মিত দেখা গেলেও সিনেমায় ফেরেননি অপু।
ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব-অপু অভিনীত ‘রাজনীতি’। সিনেমাটির মাধ্যমে অপুর অভিনয় নতুন করে আলোচনায় আসে।
এছাড়া সাম্প্রতিক সময়ে একাধিক সিনেমার সঙ্গে জড়িয়ে অপুর নাম এসেছে। এর মধ্যে আছে অপূর্ব রানার নাম ঠিক না হওয়া সিনেমা ও বদিউল আলম খোকনের ‘কাঙাল’। তবে তার কোনোটিতেই আনুষ্ঠানিক সম্মতি জানাননি নায়িকা। তিনি ফিটনেস নিয়ে বেশি ব্যস্ত। তার মাঝেই শোনা গেল ‘কানাগলি’র নাম।
এদিকে পরিচালক রবিন খানও সিনেমায় নতুন। বর্তমানে তিনি ‘মন দেব মন নেব’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর প্রধান দুই চরিত্রে আছেন মাহি ও নোমান রবিন। এ ছবিও ইমপ্রেসের ব্যানারে নির্মিত হচ্ছে।