ওয়ারীতে অগ্নিকাণ্ড: ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০১:৩০ এএম

সোমবার (১৭ এপ্রিল) রাত একটা ৫৫ মিনিটে রাজধানীর ওয়ারীতে একটি ছয়তলাবিশিষ্ট ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টার ফলে রাত দুইটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে

৪৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়

আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো ভবনটি ঘুরে দেখেন ফায়ার সার্ভিসের কর্মীরা

আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় মরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার রাতে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়। এর ফলে সামনে থাকা বেবিশপ নামে একটি শোরুমে ধোঁয়া উড়তে দেখা যায়। পরবর্তীতে আগুন ভবনটির দ্বিতীয়তলায় ছড়িয়ে পড়ে

ওয়ারীতে আগুন লাগা ছয়তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয়তলায় পুড়ে যাওয়া জিনিসপত্রের ছাই-ভস্ম

সোমবার আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় মরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা

গত সোমবার রাজধানীর ওয়ারীতে ট্রান্সফর্মার বিস্ফোরণে একটি ছয়তলাবিশিষ্ট ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন ভোরের কাগজের ফটোসাংবাদিক সাহাদাত হোসেন। তার ফ্রেমে বন্দী হয়েছে এসব ছবি-
[caption id="attachment_423957" align="aligncenter" width="1280"]






