মাঠে টিম হারছে, গ্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২১, ০১:২৯ পিএম

খেলা দেখতে এসে হয়তো দলের জয় দেখতে পারেননি, কিন্তু জিতে নিয়েছেন বান্ধবীর মন। ছবি: সংগৃহীত

মাঠের বাইরের খেলায় জিতে গেলেন তুরস্কের এই যুবক। ছবি: সংগৃহীত
ইউরোর মঞ্চে চোখের জলে তখন ভাসছেন তুরস্কের সমর্থকরা। ইতালির কাছে ৩-০ হারের যন্ত্রণা বুকে চেপেই নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেললেন তুরস্কের এক যুবক। খেলা দেখতে এসে হয়তো দলের জয় দেখতে পারেননি। কিন্তু জিতে নিয়েছেন বান্ধবীর মন। খবর হিন্দুস্তান টাইমসের।
ইউরোর প্রথম ম্যাচে তুরস্ক মুখোমুখি হয়েছিল ইতালির। সেই ম্যাচ বান্ধবীকে নিয়ে দেখতে গিয়েছিলেন তুরস্কের এক সমর্থক। মাঠে তখন ইতালির বিরুদ্ধে তুরস্কের নাকাল অবস্থা। সেই সময়ে পকেট থেকে আংটি বের করে বান্ধবীকে বিয়ের প্রস্তাবটা দিয়েই ফেললেন সেই যুবক।
হাঁটু মুড়ে প্রপোজ করলেন তিনি। আকস্মিক ভাবে ভালবাসায় মোড়া এমন প্রস্তাব পেয়ে আবেগে ভাসলেন যুবকের বান্ধবীও। গ্যালারির বাকি দর্শকেরা সাক্ষী থাকলেন তাদের ভালবাসার। টিম হারায় মন খারাপ থাকলেও, মিষ্টি একটি স্মৃতি নিয়ে বাড়ি ফিরলেন তুরস্কের সমর্থকেরা।
ইতালির বিরুদ্ধে হার দিয়ে ইউরো অভিযান শুরু করেছে তুরস্ক। বুধবার তারা ওয়েলসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। ওয়েলস আবার সুইজারল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচে ১-১ ড্র করেছে। স্বাভাবিক ভাবেই তুরস্কের বিরুদ্ধে মানসিক ভাবে এগিয়ে থাকবে ওয়েলস। তবে তুরস্কও ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে।
View this post on Instagram