×

চিত্র বিচিত্র

হাল্ট প্রাইজের আইডিয়া যুদ্ধ শুরু: চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম

হাল্ট প্রাইজের আইডিয়া যুদ্ধ শুরু: চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষা!

ছবি: সংগৃহীত

   

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস রাউন্ড ২০২৫ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে। প্রতিযোগিতার প্রথম ধাপ, ‘এবস্ট্রাক্ট সাবমিশন রাউন্ড’, দ্রুতই শেষ হতে চলেছে। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবেন।

হাল্ট প্রাইজ হলো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সামাজিক ও পরিবেশগত সমস্যার সৃজনশীল সমাধান খুঁজে বের করার সুযোগ পান। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘আনলিমিটেড’, যার অর্থ এসডিজি-এর ১৭টি লক্ষ্যের সমন্বয়ে নতুন ও কার্যকর সমাধান তৈরি করা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে এই মূল প্রতিপাদ্যকে কেন্দ্র করেই উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করতে হবে।

ক্যাম্পাস ডিরেক্টর মো. জাহিদ হাসানের নেতৃত্বে ২৯ সদস্যের একটি অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে। আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে। এরপর, টিম রেজিস্ট্রেশন ও এবস্ট্রাক্ট সাবমিশন রাউন্ডের প্রস্তুতির জন্য ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে আয়োজক কমিটির দ্বিতীয় মিটআপ অনুষ্ঠিত হয়।ক্যাম্পাস ডিরেক্টর জাহিদ হাসান জানান,এবারের আয়োজনে সর্বমোট ২৪টি টিম রেজিষ্ট্রেশন সম্পূর্ণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দক্ষতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং দলের সমন্বয় ও কার্যক্রমকে আরও কার্যকর ও সৃজনশীল করতে আয়োজক কমিটিকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।এই ব্যাপারে তিনি আয়োজক কমিটিদের থেকে সর্বোচ্চ সহযোগিতা আশা করছেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীতে হাল্ট প্রাইজের অন-ক্যাম্পাস রাউন্ডের টিম রেজিষ্ট্রেশন কার্যক্রম ২৩ ডিসেম্বর’২৪ হতে ২৩ জানুয়ারি’২৫ পর্যন্ত চলে। আয়োজনের মূল পর্ব “এবস্ট্রাকট সাবমিশন” রাউন্ড ৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে। এবস্ট্রাকট সাবমিশন রাউন্ডে অনলাইনে ১৫০-৩০০ ওয়ার্ডের মধ্যে আইডিয়ার সংক্ষিপ্ত বিবরন দিতে হবে।এই অনলাইন রাউন্ড থেকে সেমি ফাইনালের জন্য সিলেক্ট করা হবে।পরবর্তীতে ফেব্রুয়ারী ১০ হতে ১৪ তারিখের মধ্যে ২য় রাউন্ড চলবে যেখানে স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন দিতে হবে এবং সম্ভাব্য ২৪ ফেব্রুয়ারিতে গ্রেন্ড ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে ২৪-২৫'সেশনের হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রোগ্রামের শেষ হবে।

অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে ৪টি অনলাইন ও ২টি অফলাইন মেন্টরিং সেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে টিউলিপ টেক-এর সিইও মাসুম শামজাদ, রুয়েটের সাবেক ক্যাম্পাস ডিরেক্টর মোহাম্মদ তাফসিরুল ইসলাম রোহান, এবং গ্রিন লিড-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফাহিম হোসাইন তাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

এই আয়োজনকে সমর্থন দিতে এগিয়ে এসেছে:

ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার: TBS Graduates

মিডিয়া পার্টনার: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড,টেক্সটাইল টুডে,ভোরের কাগজ,দেশ টিভি

ই-লার্নিং পার্টনার: ইন্টারঅ্যাকটিভ কেয়ার। 

স্ট্র্যাটেজিক পার্টনার:ইয়ুথ স্কুল ফর সোশ্যাল ইন্টারপ্রেনিয়রস, দ্যা টেক্সবট হাব, দ্যা এক্সিলেন্স বিডি

আইটি পার্টনার: পিপলএনটেক

গিফট ও ফ্র্যাগনেন্স পার্টনার:১৬ আনা, ফাইরুজ 

ক্যাম্পাস ডিরেক্টর ও কার্যনির্বাহী কমিটি প্রত্যাশা করছেন, "আমাদের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এই প্রতিযোগিতায় নতুন দিগন্তের সূচনা করবে। আমরা তাদের প্রতি পূর্ণ আস্থা রাখছি।"

এই আয়োজন টিইসিএন-কে বিশ্ব মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলবে এবং তরুণদের মেধা ও সৃজনশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App