বৌকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা, রয়েছে বিচিত্র পুরস্কার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৯:৩৮ এএম

অদ্ভুত এ প্রতিযোগিতার শুরু ফিনল্যান্ডে।
বিয়ের পর নিতে হয় বৌয়ের দায় ভার। তাই বলে বৌকে কাঁধে নিয়ে দৌড়! হিন্দি সিনেমা ‘দম লাগা কে হাইসা’র কথা আমাদের প্রায় সবারই জানা। যেখানে পর্দার নায়ক তার স্থূলাঙ্গী স্ত্রীকে পিঠে তুলে নিয়ে দৌড়ে পুরস্কার জিতে নিয়েছিলেন। তবে এসব শুধু রুপোলি পর্দার ঘটনা নয়। বাস্তবেও আয়োজিত হয় বৌকে কাঁধে নিয়ে দৌড়। যে সে প্রতিযোগিতা নয়, রীতিমতো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। যেখানে বাস্তবেই অর্ধাঙ্গিনীর ভার বইতে হয় স্বামীকে।
এক হাজার বছরের পুরানো খেলা স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর দৌঁড়ানোর এই প্রতিযোগিতা। তা-ও আবার সোজা রাস্তায় নয়। জলকাদা, খানাখন্দে ভরা রাস্তার মধ্যে দিয়ে স্ত্রীকে টেনে নিয়ে যাওয়ার এই আজব দৌড়ে শামিল হন কয়েক জোড়া দম্পতি।
প্রতিযোগিতার মাঝখানে থাকে অনেক বাধাবিপত্তিও। কৃত্রিম ভাবে হাজার রকম বাধাদানের ব্যবস্থাও থাকে। দৌড় ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় ২৬০ মিটার। তার মধ্যে ১ মিটার গভীর খাদও থাকে। এমনকি কাদাজলের মধ্যে স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে ছুটতেও হয়। এই রকম ভাবে যিনি সবার আগে শেষ করবেন, তিনিই জিতবেন এই অভিনব বিশ্ব চ্যাম্পিয়নশিপ।
আরো পড়ুন : বুধ গ্রহে রয়েছে যে অমূল্য ভান্ডার!
ঠিক কবে এই খেলা শুরু হয়েছিল, তা নিয়ে অল্পবিস্তর মতভেদ আছে। ভারত ছাড়াও ফিনল্যান্ড, হাঙ্গেরি, এস্টোনিয়ায় বেশ জনপ্রিয় এই প্রতিযোগিতা। ১৮০০ শতকের শেষের দিকে হেরক্কো রসভো, মতভেদে হ্যারকো রোসো নামে এক কুখ্যাত ডাকাতের হাত ধরে প্রচলন ঘটে এই খেলাটির। এই রোসোর গল্প থেকেই স্ত্রীকে কাঁধে করে স্বামীর দৌড় প্রতিযোগিতার তিনটি তথ্য পাওয়া পায়।
প্রচলিত মত অনুযায়ী, হ্যারকো রোসোর দলের সদস্যেরা লুটপাট চালানোর সময় গ্রামের মহিলাদের তুলে আনতেন। প্রবাদ আছে, হেরক্কো রসভো বা হ্যারকো রোসো তার দলের লোকেদের শারীরিক শক্তি বাড়ানোর জন্য ভারী ভারী বস্তা কাঁধে বসিয়ে দৌড় করাতেন। পরবর্তীকালে সেই বস্তার জায়গা দখল করেন স্ত্রীরা। তবে অন্য একটি পক্ষ বলছে, রোসোর দলের তরুণেরা নিকটবর্তী গ্রামের বধূদের তুলে এনে বিয়ে করতেন। আনার সময় তাদের পিঠে করে আনা হত।
মজার এই খেলাটি ফিনল্যান্ডে শুরু হলেও বর্তমানে অনেক দেশেই জনপ্রিয়। প্রতিবেশী দেশ ভারতেও বেশ কিছু অঞ্চলে প্রচলিত আছে বৌ কাঁধে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা।
এখানে বিভিন্ন কায়দায় চ্যালেঞ্জে ফেলা হয় প্রতিযোগীদের। স্ত্রীকে কাঁধে তুলে স্বামীকে প্রায় ২৫৪ মিটার পথ দৌড়তে হয়। সোজা রাস্তা নয় একেবারেই, মাঝখানে থাকে একাধিক বাধাবিপত্তি। বেশ কিছুটা রাস্তা কাদার মধ্যে দিয়েও ছুটতে হয়।
প্রত্যেক খেলারই নিয়ম থাকে। এই খেলাও তার ব্যতিক্রম নয়। দম্পতিরাই এই খেলায় অংশ নেন। স্ত্রীকে কাঁধে তুলে স্বামীরা দৌড় দেন। মহিলা প্রতিযোগীকে অন্তত ৪৯ কেজি ওজনের হতেই হবে। তারপর তাকে নিয়ে ছুটতে হয় পুরুষ প্রতিযোগীকে। প্রতিযোগিতায় দেখা মেলে নানা মজার দৃশ্যের। কখনো দেখা যায় দৌড়াতে গিয়ে বেসামাল দম্পতি। হুমড়ি খেয়ে পড়ছেন বর, বরের কাঁধ থেকে ছিটকে পড়ে যান বৌ বেচারিও।
যত অভিনব এই প্রতিযোগিতা, ততটাই আজব এর পুরস্কার। দৌড় প্রতিযোগিতার পুরস্কারের বহর শুনলে তাক লেগে যাবে। সবচেয়ে কম সময়ে প্রতিযোগিতা শেষ করা দম্পতির হাতে পুরস্কার হিসাবে তুলে দেয়া হয় স্ত্রীর ওজনের সমপরিমাণ বিয়ার।