প্রেমিক কথা বন্ধ করায় পুলিশের দ্বারস্থ তরুণী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১১:৪৩ এএম

প্রতীকি ছবি
প্রেমের সম্পর্কে মান-অভিমান থাকবেই। ক্ষণিকের বিবাদে দুই-একদিন কথা বন্ধ থাকে। পরে আবার মীমাংসা হয়ে যায়। কিন্তু এক প্রেমিক অভিমান করে তার সখির সঙ্গে কথা বন্ধ রেখেছেন। মান ভাঙানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে পুলিশের শরণাপন্ন হলেন সেই তরুণী।
ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এলাকায় ঘটেছে। তরুণীর এ অভিযোগ আমলে নিয়ে পুলিশ গুরুত্ব দিয়ে সুরাহার চেষ্টা করছে বলে জানা গেছে। খবর সংবাদ প্রতিদিনের।
তরুণী অভিযোগ করেছেন, তার প্রেমিক তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তার সঙ্গে প্রেমিক কথা বন্ধ করে দেন।
এরপর ওই তরুণী প্রেমিকের মান ভাঙানোর চেষ্টা করেন। কিন্তু গলেনি প্রেমিকের মন। কোনোকিছুতেই যখন কাজ হচ্ছে না, ঠিক তখনই পুলিশের শরণাপন্ন হন।
পুলিশ ওই প্রেমিককে থানায় তলব করেছে। দুজনের সঙ্গে আলোচনার পর পুলিশ তাদের বিয়ের পরামর্শ দেয়। এতে তাদের উভয়ের পরিবারও রাজি হয়েছেন। ইতোমধ্যেই তাদের বিয়ে অনুষ্ঠিত হয়ে গেছে।