বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৪:১১ পিএম
আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব। গত বছরের চেয়ে চলতি বছরে সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। এবছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার প্রতিমার সংখ্যা বেড়েছে ১ হাজার ৯০৫টি। ঢাকা মহানগরে এ বছর পূজা হবে ২৩৮টি মণ্ডপে, অর্থাৎ গত বছরের চেয়ে চারটি বেশি।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।
সংবাদ সম্মেলনে শারদীয় দুর্গোৎসবের আগে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, নির্যাতন-নিপীড়নের প্রতিবাদও জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গাজীপুর, চাঁদপুরের কচুয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জসহ বিভিন্ন জায়গায় প্রতিমা ভাংচুর করা হয়েছে।